• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটে চিংড়ি পোনাকে মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

  • ''
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে চিংড়ি পোনাকে মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ানোর অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানী লি: নামে গলদা রেনু (পোনা) উৎপাদনকারী হ্যাসারীতে ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। এসময় ৪৬ প্যাকেট মেয়াদ ঊর্ত্তীর্ণ খাবার নস্ট করা হয়।

এসময় বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃতে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম এই অভিযানে অংশ নেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানী লি: নামে গলদা রেনু (পোনা) উৎপাদনকারী হ্যাসারীতে ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালানো হয়। এসময় চিংড়ি পোনাকে মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ানোর অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads